প্রকাশিত: Tue, Jul 4, 2023 9:38 PM
আপডেট: Tue, Jan 27, 2026 9:26 PM

[১]পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

বিশ্বজিৎ দত্ত: [২] মদিনায় বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সৌজন্য সাক্ষাৎ  হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধামন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

[৩] সালমান এফ রহমান এক টুইট বার্তায় জানান, মসজিদে নববীতে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার সঙ্গে আমার ১২ বছর বয়সের স্মৃতি রয়েছে। আমরা এ বিষয়ে অনেক কথা বলেছি। তিনি আমার কৈশোরের অনেক স্মৃতি স্মরণ করিয়ে দিলেন। তিনি দুই দেশের  মধ্যে সম্পর্ক আরো উন্নয়নের কথা বললে, আমি বললাম ১৯৭১ সাল নিয়ে পাকিস্তানের ক্ষমা প্রার্থনাই দুই দেশের মধ্যে প্রকৃত সম্পর্ক তৈরী করেতে পারে। 

[৪]অন্য এক টুইটারে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি জানান, বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে মক্কা, মদিনা ও মীনায় একসঙ্গে অনেকগুলো বৈঠক করেছি। এমনকি রসুলের (সা.) রওজা মোবারক পর্যন্ত আমারা একসঙ্গে ছিলাম। 

[৫] ড. আলভি বলেন, এ সময় আমার বন্ধু বাংলাদেশের বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আমার দেখা হয়। সে আমার বাল্য বন্ধু । ৬০ বছর পর তার সঙ্গে আমার দেখা হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সম্পর্ক যেন তিনি অটুট রাখেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব